রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন

ডাকাতি করতে এসে টাকা না পেয়ে ব্যাংকে আগুন

নীলফামারীতে সোনালী ব্যাংকের উত্তরা ইপিজেড উপশাখায় ডাকাতি করতে এসে টাকা না পেয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পালিয়ে গেছে দুষ্কৃতকারীরা। গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে ব্যাংকে প্রবেশ করে নিরাপত্তাকর্মীকে মারধর ও হাত-পা বেঁধে রেখে এ ঘটনা ঘটায় তারা।

রাত ২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ব্যাংকের উপশাখা ব্যাবস্থাপক মো. আব্দুল মোনায়েম বাদী হয়ে রোববার সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।

এদিকে আহত নৈশ্যপ্রহরী নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নৈশ্যপ্রহরী মাসুদ রানা বলেন, রাত আনুমানিক ৩টার সময় একদল ডাকাত এসে আমার হাত-পা বেঁধে রাখে। তারা ব্যাংকের ভোল্ট খোলার চেষ্টাও করে। পরে ব্যর্থ হলে আমাকে সিড়ি দিয়ে ফেলে দেয়। পরে তারা ব্যাংকে আগুন জ্বালিয়ে দেয়। এরপর স্থানীয়রা টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং তাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা আমার হাত-পায়ের বাঁধন খুলে হাসপাতালে ভর্তি করে।

সোনালী ব্যাংক পএলসি উত্তরা ইপিজেড উপ-শাখার সিনিয়র অফিসার আব্দুল মোনায়েম বলেন, শনিবার রাতে একদল ডাকাত এসে নৈশ্যপ্রহরীকে বেঁধে রেখে ডাকাতির পায়তারা চালায়। তারা ব্যর্থ হলে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে আসবাবপত্র, ব্যাংকের বিভিন্ন নথিপত্রসহ কম্পিউটার পুড়ে ভস্পিভূত হয়ে যায়। বর্তমানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রশাসনের নির্দেশে ক্ষতিগ্রস্থ শাখাটি সিলগালা করে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page